ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ২৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৩৪, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তিনি ২০০৩ সালের এই দিনে কলকাতার একটি হাসপাতালে মারা যান। তার ডাক নাম মনু মিয়া।

তিনি ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন। ১৯৭২ সালে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালে প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।

পরে রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনে প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব আহমদুল কবির নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।  

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার তার পরিবার ও আহমদুল কবির স্মৃতি সংসদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি